আজকাল ডেস্ক।। জ্বর-শ্বাসকষ্ট নিয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হওয়া গণফোরামের দলীয় সংসদ সদস্য মোকাব্বির খান করোনাভাইরাসে আক্রান্ত। মঙ্গলবার তার ব্যক্তিগত সহকারী (এপিএস) জুবের খান গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। জুবের খান জানান, আজ সংসদ সদস্য মোকাব্বির খানের রিপোর্ট এসেছে। তিনি করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছেন। শ্বাসকষ্ট কমেছে তার, শারীরিক ও মানসিকভাবেও সুস্থ আছেন তিনি। সিএমএইচে জরুরি বিভাগে ভর্তি মোকাব্বির খানকে শিগগিরই কেবিনে নেওয়া হবে বলেও জানান এপিএস জুবের খান। এর আগে গতকাল দুপুরে সিএমএইচে করোনার উপসর্গ নিয়ে ভর্তি হন মোকাব্বির খান। তার আগে গত ১০ জুন বাজেট অধিবেশন শুরুর দিন সংসদের বৈঠকে যোগ দিয়েছিলেন তিনি।
Leave a Reply