আজকাল ডেস্ক।। কাশ্মীর অঞ্চলের লাদাখ সীমান্তে ভারত ও চীনা সৈন্যদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন ভারতীয় সৈন্য নিহত হয়েছে বলে ভারতীয় কর্মকর্তারা স্বীকার করছেন। এর আগে সেনা ভারতের তিন সেনা সদস্য নিহতের কথা জানানো হয়।
মঙ্গলবার (১৬ জুন) ভারতীয় সেনাবাহিনীর আনুষ্ঠানিক এক বিবৃতিতে বলা হয়, ১৭ ভারতীয় সৈন্য ওই সংঘর্ষে গুরুতর আহত হয়। পরে তাদের মৃত্যু হয়।
এদিকে বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, সোমবার রাতে ঘটা ওই সংঘর্ষে চীনের ৪৩ সেনা সদস্য হতাহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে চীন এখন পর্যন্ত এরকম কিছু নিশ্চিত করেনি।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করছে, গালওয়ান উপত্যকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) মেনে চলার জন্য গত সপ্তাহে দু’পক্ষের মধ্যে যে ঐকমত্য হয়েছিল চীন তা ভঙ্গ করেছে।
ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি জানায়, চীন একতরফাভাবে স্থিতাবস্থা পরিবর্তন করার চেষ্টা করলে ওই সংঘাত ঘটে। অপর দিকে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, ভারত সোমবার দু’দফায় সীমান্ত লংঘন করে, উস্কানি দেয় এবং চীনের সৈন্যদের আক্রমণ করে। এর ফলে দুদেশের সীমান্ত রক্ষীদের মধ্যে হাতাহাতি হয়।
এখন ঘটনাস্থলে (গালওয়ান ভ্যালি) পারমাণবিক শক্তিধর দুটি দেশের সেনা কর্মকর্তারা পরিস্থিতি শান্ত করার চেষ্টায় আলোচনা চালাচ্ছেন বলেও জানানো হয়েছে।
গত প্রায় দেড় মাস ধরেই লাদাখের ভারত ও চীনের মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলএসি) দুপক্ষের মধ্যে তীব্র উত্তেজনা চলছে। দুই দেশের সেনাবাহিনীও মুখোমুখি অবস্থান নিয়েছে। ভারতের অভিযোগ, চীন দেশটির ৩৮ হাজার বর্গকিলোমিটার ভূখণ্ড দখল করে রেখেছে। গত তিন দশকে বিরোধপূর্ণ এ ভূখণ্ড এবং সীমান্ত সংকট নিয়ে কয়েক দফা আলোচনা হয়েছে।
Leave a Reply