আজকাল ডেস্ক।।ঝালকাঠির নলছিটি উপজেলায় দুজন চিকিৎসকসহ নতুন করে আরও ১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়াল ১২২। নমুনা পরীক্ষার সর্বশেষ পাওয়া প্রতিবেদনের বরাত দিয়ে গতকাল শুক্রবার রাতে এ তথ্য জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন দুজন নারী চিকিৎসক। তাঁরা হলেন নলছিটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শিউলী পারভীন এবং চিকিৎসক মোসাম্মৎ সুমাইয়া। এ ছাড়া সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন নলছিটির সিদ্ধকাঠি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গিয়াস মাঝি। জেলায় এখন পর্যন্ত শনাক্তের মোট সংখ্যা ১২২। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪১ জন।
নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুনীবুর রহমান বলেন, করোনায় সংক্রমিত হিসেবে শনাক্ত দুই চিকিৎসককে হোম আইসোলেশনে রাখা হয়েছে
ঝালকাঠির ভারপ্রাপ্ত সিভিল সার্জন আবুয়াল হাসান বলেন, জেলায় গত তিন দিনে ২২ জন করোনায় সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন। সংক্রমণের হার বেড়ে যাওয়ায় জেলা সদরসহ তিনটি উপজেলা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
Leave a Reply