আজকাল ডেস্ক।। বরিশালে জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতি। রোববার সকালে সমিতির কেন্দ্রীয় কমিটির পূর্ব ঘোষিত কর্মসূচির আলোকে বরিশাল জেলা শাখার উদ্যোগে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই কর্মসূচী পালন করা হয়।
পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
কর্মসূচীর সভাপতিত্ব করেন সমিতির বরিশাল জেলা কমিটির আহ্বায়ক মাওলানা মুহাম্মদ বশির উল্লাহ আতাহারী।
বক্তব্য রাখেন মাওলানা মোসাদ্দেক বিল্লাহ সাইফী, মাও. মো. মহিউদ্দীন খান, মাও. মো. মাহবুবুর রহমান, মাও. মো. আব্দুস ছবুর, মাও. মো. জাকির হোসেন, মাও. মো. রফিকুল ইসলাম, মুহাম্মদ শাহজালাল হাওলাদার, মাও. মো. কাওছার হোসাইন, মাওলানা মো. মুজিবুর রহমান, লিটন ভূইয়া, মো. সরোয়ার আহমেদ, মাও. ছালেক আকন, মাও. মো. আব্দুর রহমান, মাও. মো. আবুল খায়ের, মাও. মো. সিরাজুল ইসলাম, মাও. মো. রিয়াজুল ইসলাম, মাও. মো. মশিউর রহমান, মাও. মো. ইমাম হোসাইন, বাবুল আহম্মেদ, মাহফুজা আক্তার, সনিয়া আক্তার, রাজিয়া বেগম, নওশোভা, শারমিন প্রমুখ।
বক্তারা বলেন, ২০১৮ সালে ১লা জানুয়ারী থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত শিক্ষক সমিতি অবস্থান ধর্মঘট ও অনশন চলাকালীন সময় সরকারের নির্দেশে সচিব মহোদয় আন্দোলন স্থলে এসে শিক্ষকদের দাবি মেনে নেয়ার আশ্বাস দেন। কিন্তু আজও তা বাস্তবায়ন হয়নি। ১৫১৯টি ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকগণ সর্বসাকুল্যে প্রধান শিক্ষক ২,৫০০ টাকা, সহকারী শিক্ষক ২,৩০০ টাকা ভাতা পায়। বাকি রেজিস্ট্রেশন প্রাপ্ত মাদ্রাসাগুলোর শিক্ষকগণ ৩৪ বছর যাবত বেতন ভাতা হতে বঞ্চিত। যা এই দ্রব্যমূল্যের বাজারে অমানবিক, শিক্ষকদের অবমাননা ছাড়া কিছুই না।
Leave a Reply