আজকাল ডেস্ক।। এ বছর হজ পালনের জন্য যারা টাকা জমা দিয়েছেন ১৩ জুলাইয়ের পর তারা টাকা ফেরতের আবেদন করতে পারবেন। সরকারি কিংবা বেসরকারি, যেকোনো ব্যবস্থাপনায় টাকা জমা দিয়ে থাকলে, কোনো সার্ভিস চার্জ না কেটেই তা তোলা যাবে বলে আজ এক জরুরি ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নুরুল ইসলামের সভাপতিত্বে এ ভার্চুয়াল বৈঠকে মন্ত্রীপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তর, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ বছর হজের জন্য প্রাক-নিবন্ধন ও নিবন্ধনের টাকা জমা দিয়ে থাকলে, তা আগামী বছরের জন্যও কার্যকর থাকবে বলে সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়। নুরুল ইসলাম বলেন, ‘২০২১ সালে হজ প্যাকেজের ব্যয় বাড়লে বা কমলে, হজ যাত্রীদের বর্তমান জমাকৃত অর্থের সঙ্গে তা সামঞ্জস্য করা হবে।’ যেসব হজ যাত্রীরা নিবন্ধনের টাকা তুলে ফেলতে চান, তাদেরকে অবশ্যই ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে অনলাইনে আবেদন করতে হবে। কোনো সার্ভিস চার্জ ছাড়াই তাদের অর্থ ফেরত দেওয়া হবে বলে তিনি জানান। এতে তাদের প্রাক-নিবন্ধন বাতিল হবে এবং হজ পালনের জন্য তাদেরকে আবার নতুন করে নিবন্ধন করতে হবে বলেও জানান তিনি। এ দিকে, গতকাল মঙ্গলবার সৌদি আরবের এক মন্ত্রীর বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে যে এবার সীমিত পরিসরে হজ পালনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। সৌদি আরবে বসবাসরত বিভিন্ন দেশের হাজার খানেক ব্যক্তিকে হজ পালনের অনুমতি দেওয়া হবে। দেশটির হজ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ বেনতেন সাংবাদিকদের বলেন, ‘এ বছর হাজির সংখ্যা এক হাজারের কাছাকাছি হবে। সংখ্যাটি কিছু কম-বেশি হতে পারে। তবে কোনোভাবেই ১০ হাজার কিংবা লাখ হবে না।’ সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল-রাবিয়া বলেন, জুলাইয়ের শেষ দিকে অনুষ্ঠিতব্য হজে ৬৫ বছরের কম বয়সীরা এবং যাদের দীর্ঘমেয়াদী কোনও রোগ নেই, তারাই কেবল অংশ নেবে। মক্কায় আসার আগে হজ যাত্রীদের করোনাভাইরাস পরীক্ষা করা হবে এবং পরে বাড়িতে গিয়ে তাদের হোম কোয়ারেন্টিনে থাকতে হবে, যোগ করেন তিনি। তবে, কীভাবে এবার হজ যাত্রীদের বাছাই করা হবে তা নিয়ে নির্দিষ্ট করে কিছু জানাননি বেনতেন। সৌদি আরবের বাইরের কাউকে এ বছর হজ পালনের অনুমতি না দেওয়ার এ সিদ্ধান্ত দেশটির সাম্প্রতিক ইতিহাসে প্রথমবারের মতো নেওয়া হলো। গত বছরও হজে ২৫ লাখ লোক অংশ নিয়েছিল।
Leave a Reply