আজকাল ডেস্ক।। বরিশাল মেট্রোপলিটন বন্দর (সাহেবের হাট) থানার ওসি আনোয়ার হোসেন তালুকদারের করোনা শনাক্ত হয়েছে। এবং তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের স্টাফ অফিসার (সহকারী পুলিশ কমিশনার) আব্দুল হালিম।
তিনি জানান, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ওসি আনোয়ার তালুকদার করোনা আক্রান্ত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
এদিকে বরিশাল সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন জানিয়েছেন, বন্দর থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার করোনায় আক্রান্ত হওয়ার পর তার সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
এদিকে বন্দর থানার একজন পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ওসির করোনা শনাক্ত হওয়ার পর তার সঙ্গে যেসব পুলিশ কর্মকর্তা ঘনিষ্ঠভাবে কাজ করতেন হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
Leave a Reply