আজকাল ডেস্ক।। করোনা ভাইরাস পরিস্থিতিতে নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের আর্থিক অসচ্ছলতা দূরীকরণ এর লক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ অনুদান বরিশাল জেলার ১৩১ টি শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে ৯৪৮ জন শিক্ষক-কর্মচারীদের মাঝে ৪২ লাখ ৪০ হাজার টাকা বরাদ্দ প্রদান করেন। আজ ৬ জুলাই সোমবার দুপুর ১ টার দিকে সামাজিক দূরত্ব বজায় রেখে জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল এর সম্মেলন কক্ষে কোভিট-১৯ এর কারণে বরিশাল জেলায় ক্ষতিগ্রস্ত নন এমপিও শিক্ষক-কর্মচারীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ অনুদানের অর্থ তুলে দেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান পাশাপাশি তিনি এ অনুদান বিতরণ কার্যক্রমের শুভসূচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল প্রশান্ত কুমার দাস, জেলা শিক্ষা অফিসার বরিশাল মোঃ আনোয়ার হোসেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও এসি শিক্ষা মোঃ নাজমূল হুদাসহ আরো অনেকে।করোনা ভাইরাস পরিস্থিতিতে নন এমপিও শিক্ষক-কর্মচারীদের আর্থিক অসচ্ছলতা দূরীকরণ এর লক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল জেলার ১০ টি উপজেলার ১৩১ টি শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে ৯৪৮ জন শিক্ষক-কর্মচারীদের মাঝে ৪২ লাখ ৪০ হাজার টাকা জেলা প্রশাসন এর মাধ্যমে বিতরণ করা হবে।
বরিশাল সদর উপজেলার ২৫ টি শিক্ষা প্রতিষ্ঠান এর ২৮৪ জন শিক্ষক-কর্মচারীদের মাঝে ১২ লক্ষ ৮০ হাজার টাকা, বাকেরগঞ্জ উপজেলার ৩০ টি শিক্ষা প্রতিষ্ঠান এর ২২৯ জন শিক্ষক-কর্মচারীদের মাঝে ১০ লক্ষ ৭ হাজার ৫০০ টাকা, মেহেন্দিগঞ্জ উপজেলার ৮ টি শিক্ষা প্রতিষ্ঠান এর ৩৫ জন শিক্ষক-কর্মচারীদের মাঝে ১ লক্ষ ৫০ হাজার টাকা, হিজলা উপজেলার ৭ টি শিক্ষা প্রতিষ্ঠান এর ৩২ জন শিক্ষক-কর্মচারীদের মাঝে ১ লক্ষ ৪২ হাজার ৫০০ টাকা, মুলাদী উপজেলার ৮ টি শিক্ষা প্রতিষ্ঠান এর ৯৬ জন শিক্ষক-কর্মচারীদের মাঝে ৪ লক্ষ ৩০ হাজার টাকা, বাবুগঞ্জ উপজেলার ৮ টি শিক্ষা প্রতিষ্ঠান এর ৩৯ জন শিক্ষক-কর্মচারীদের মাঝে ১ লক্ষ ৭৫ হাজার টাকা, গৌরনদী উপজেলার ৬ টি শিক্ষা প্রতিষ্ঠান এর ৩৫ জন শিক্ষক-কর্মচারীদের মাঝে ১ লক্ষ ৬২ হাজার ৫০০ টাকা, আগৈলঝাড়া উপজেলার ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠান এর ৪৪ জন শিক্ষক-কর্মচারীদের মাঝে ২ লক্ষ ১০ হাজার টাকা, উজিরপুর উপজেলার ১৬ টি শিক্ষা প্রতিষ্ঠান এর ৯৬ জন শিক্ষক-কর্মচারীদের মাঝে ৪ লক্ষ ২৭ হাজার ৫০০ টাকা, বানারীপাড়া উপজেলার ১০ টি শিক্ষা প্রতিষ্ঠান এর ৫৮ জন শিক্ষক-কর্মচারীদের মাঝে ২ লক্ষ ৫৫ হাজার টাকা বরাদ্দ করা হয়। আজ থেকে পর্যায়ক্রমে অনলাইনের মাধ্যমে প্রত্যেকের ব্যাংক একাউন্টে পৌছে যাবে এর অর্থ।
Leave a Reply