সারা দেশে করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় যেখানে ২৩ শতাংশের মতো পজিটিভ এসেছে, সেখানে লকডাউনে থাকা পুরান ঢাকার ওয়ারীতে এই হার দ্বিগুণেরও বেশি। গত শনিবার ভোর থেকে ওয়ারীর যেসব এলাকা অবরুদ্ধ করা হয়েছে, গত তিন দিনে সেখানকার নমুনা পরীক্ষার অর্ধেকই ভাইরাস সংক্রমিত পাওয়া গেছে বলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস জানিয়েছেন। মঙ্গলবার বিকালে কোভিড-১৯ নিয়ন্ত্রণে জোনিং সিস্টেম বাস্তবায়ন বিষয়ক কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। মেয়র বলেন, “গত তিন দিনে এখানে সংক্রমণের যে হার আমরা পেয়েছি, যে পরিমাণ নমুনা সংগ্রহ করা হয়েছে এর মধ্যে ৫০ শতাংশ সংক্রমিত, এটা আমরা লক্ষ করেছি। এই সংক্রমণ থেকে বেরিয়ে আসতে কঠোরভাবে লকডাউন বাস্তবায়ন এবং সবাইকে তা মেনে চলতে হবে।” গত তিন দিনে এই এলাকায় ৫১ জনের নমুনা পরীক্ষায় ২৪ জনের করোনাভাইরাস পজিটিভ এসেছে বলে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সারোয়ার হোসেন আলো জানিয়েছেন। শতকরা হিসাবে পরীক্ষার তুলনায় আক্রান্তের হার দাঁড়ায় ৪৭ শতাংশের বেশি। অপরদিকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ১৭৩টি নমুনা পরীক্ষায় ৩ হাজার ২৭ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। এখানে শতকরা হার দাঁড়িয়েছে ২৩ শতাংশেরও কম।
Leave a Reply