ই.এইচ সুজনঃ বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন, এম.পি এর মৃত্যুতে বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আলহজ্ব আমির হসেন আমু, এম.পি, শোক প্রকাশ করেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন, এম.পি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, শিল্প মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র সাবেক মন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু, এম.পি।
আলহাজ্ব আমির হোসেন আমু, এম.পি বলেন- আমরা দলের একজন পরীক্ষিত, সংগ্রামী ও ত্যাগী নেত্রীকে হারালাম। দলের দুঃসময়ে সব সময় কাজ করেছেন এবং নেতাকর্মীদের পাশে ছিলেন। এছাড়া এ্যাডভোকেট সাহারা খাতুন বাংলাদেশে আওয়ামী আইনজীবি পরিষদ গঠন করেছেন, যা আজ বাংলাদেশের আইনজীবিদের সারাদেশে বৃহৎ প্রতিষ্ঠানে রুপ লাভ করেছে। তার মৃত্যু দেশ ও জাতির জন্য অপূরনীয় ক্ষতি। জনসেবা সমাজ ও দেশের উন্ময়নে তাঁর অবদান জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে। তার বিদায়ী আত্মার মাগফেরাত কামনা ও তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
Leave a Reply