আজকাল ডেস্ক।।বরগুনার টাউন হল এলাকার একটি আবাসিক হোটেলে বসে মাদক সেবনকালে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নজরুল ইসলামসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
রোববার (১২ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে বরগুনার টাউন হল এলাকার তাজবিন আবাসিক হোটেলে মাদক সেবনকালে তাদের আটক করা হয়।
আটক নজরুল ইসলাম বেতাগী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। বাকি দুইজনের পরিচয় জানা যায়নি।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা সদরের টাউন হল এলাকার তাজবিন আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এ সময় মাদক সেবনকালে নজরুল ইসলাম সহ ৩ জনকে আটক করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
Leave a Reply