আজকাল ডেস্ক।। কুয়াকাটা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট এ্যাসোসিয়েশন (কুটুমের) আয়োজনে কয়েকটি সংগঠন কুয়াকাটা ট্যুরিস্টবোট মালিক সমিতি, কুয়াকাটা শুভসংঘ ক্লাব, একত্রিত হয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান করা হয়েছে। আজ সকাল ১০ টায় প্রেসক্লাব মিলনায়তনে ব্যাপক আয়োজনে কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট এ্যাসোসিয়েশন (কুটুমের) সিনিয়র সহসভাপতি সাংবাদিক হোসাইন আমিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, ক্লাবের অনন্যদেও মধ্যে উপস্থিত ছিলেন, সাধারন সম্পাদক কাজী সাঈদ, সিনিয়ার সহ সভাপতি মোঃ কুদ্দুস মাহমুদ, সাহিত্য ও পঠাগর সম্পাদক খান এ রাজ্জাক, দপ্তর সম্পাদক জাহিদ হাসান বেলাল, যুগ্ন সাধারণ সম্পাদক,জহিরুল ইসলাম মিরন, প্রচারও প্রকাশনা সম্পাদক,প্রভাষক সাইদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কাউন্সিলর তোফায়েল আহম্মেদ তোপু, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম। কুুটুমের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারন সম্পাদাক মোঃ মজিবুর রহমান, অর্থ সম্পাদক রেদওয়ানুল ইসলাম রাসেল, কাওসার মনির,বশির আহম্মেদ,নেছার আকন খান বেলালসহ সদস্যগন। কুয়াকাটা ট্যুরিস্ট বোট মালিক সমিতির সভাপতি- জনি আলমগীর,সাধারন সম্পাদক-জাকারিয়া জাহিদ,সহ সদস্যগন। শুভসংঘ ক্লাবের সভাপতি -জাহিদুল ইসলাম,সাধারন সম্পাদক -মনির মোল্লা সহ সদস্যগন প্রমুখ। এসময় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সহসভাপতি কুদ্দুস মাহমুদ বলেন- এই প্রথম আমাদের কুটুম ,ট্যুরিস্ট বোট সমিতি, শুভ সংঘ ক্লাব প্রেসক্লাবের কমিটিকে সংর্বধনা দিলো এ জন্য তাদেরকে ধন্যবাদ জানাই আমরা নিজের খেয়ে বনের মহিষ তারাই সারাক্ষন তাই তারা যে সম্মান জানিয়েছেন তার ভাষা আমার জানা নাই তবে এভাবে সবাই যদি কাজের মুল্যায়ন পেত তা হলে কাজের প্রতি দ্বায়ীত্ব বেড়ে যেত।
উল্ল্যেখ্য, গত ১১ জুলাই প্রত্যক্ষ ভোটে নাসির উদ্দিন বিপ্লব(দৈনিক যুগান্তর) সভাপতি ও কাজী সাঈদ (সংবাদ)সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছে। এছাড়া
সিনিয়র সহ-সভাপতি পদে কুদ্দুস মাহমুদ (খবরপত্র)সহ- সভাপতি শেখ এসাহাক আলী (দক্ষিনের কন্ঠ) নির্বাচিত হয়েছে। এছাড়া কুয়াকাটা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদগুলো পরবর্তীতে আলোচনায় করা হবে।
Leave a Reply