বলিউড সুপারস্টার অমিতাভ-অভিষেকের পর এবার হাসপাতালে ভর্তি হলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। শুক্রবার সন্ধ্যায় ঐশ্বরিয়া এবং তার মেয়ে আরাধ্যাকে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়।
গত ১১ জুলাই করোনায় আক্রান্ত হয়ে অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরদিন ৪৬ বছরের অভিনেত্রী ও তার ৮ বছরের মেয়ের কোভিড রিপোর্টও পজিটিভ আসে। তাদের শরীরে মৃদু উপসর্গ থাকায় ‘জলসা’য় হোম কোয়ারেন্টাইনে ছিলেন। কিন্তু বাড়িতে থাকা আর নিরাপদ নয় মনে করেই এদিন তারাও হাসপাতালে ভর্তি হলেন।
এদিন ট্যুইটারে ভক্তদের উদ্দেশে অমিতাভ লিখেছেন, ‘সুখ ও অসুখের সময় আমার ফ্যান, অনুগামী এবং শুভাকাঙ্ক্ষীরা আমাদের জন্য নিরন্তর ভালোবাসা এবং প্রার্থনা করে চলেছেন। আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ।’
Leave a Reply