আজকাল ডেস্ক।। শেষ হলো Satla Union Photography Club এর উদ্যোগে আয়োজিত চতুর্থতম অনলাইন ভিত্তিক ফটোগ্রাফি প্রতিযোগিতা ।
সারাদেশ থেকে এই চতুর্থতম অলোকচিত্রী প্রতিযোগিতায় হাজারের বেশি ছবি জমা পড়ে । প্রতিযোগিতায় ১ম স্থান দখল করেন ময়মনসিংহ জেলার সুলতান আহম্মেদ নিলয় , ঢাকা জেলার তমাল দাস এবং বরিশালের রায়হান রহমান ।
প্রতিযোগিতায় বিজ্ঞ বিচারক হিসাবে ছিলেন দেশবরেণ্য তরুন ফটোগ্রাফার বরিশালের তানভির এলিন ।
এই গ্রুপের মাধ্যামে শাপলার রাজ্য সাতলা ইউনিয়ন এর সৌন্ধর্য, সংষ্কৃতি, ইতিহাস মোটকথা ইউনিয়নকে প্রমোট করা হয়েছে দেশবাসীর কাছে।
সম্মানিত আলোকচিত্রীগন, করোনাকালে Satla Union Photography (SUP) আয়োজিত অনলাইন কন্টেস্ট ১,১০০+ ছবি জমার ভিতরে সম্মানিত বিচারকের বিচারের মাধ্যমে চূড়ান্ত ৩ জনকে মনোনীত করা হয়ছে।
Leave a Reply