আজকাল ডেস্ক।। করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমনে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদানের জন্য নাভানা কোম্পানীর সাথে যোগাযোগ করে দুটি অক্সিজেন, ১০ পিচ পিপিই, পাঁচ বক্স হ্যান্ড গ্লোভস, পাঁচ প্যাক হেড ক্যাপ ও দুইটি ডিজিটাল থার্মমিটার জেলা প্রশাসক এর কাছে হস্তান্তর করেছেন পটুয়াখালী জেলা আওয়ামীলীগের অন্যতম নেতা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌরসভার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ সুলতান আহমেদ মৃধা।
১৯ জুলাই রবিবার সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসক এর অফিস কক্ষে প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে পটুয়াখালীতে করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমনে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদানের জন্য নাভানা কোম্পানী কর্তৃক প্রদত্ত দুটি অক্সিজেন, ১০ পিচ পিপিই, পাঁচ বক্স হ্যান্ড গ্লোভস, পাঁচ প্যাক হেড ক্যাপ ও দুইটি ডিজিটাল থার্মমিটারসহ অন্যান্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী ও সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এর কাছে হস্তান্তর করেন জেলা আওয়ামীলীগের নেতা সাবেক সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ সুলতান আহমেদ মৃধা। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হেমায়েত উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
এর আগেও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ সুলতান আহমেদ মৃধা করোনা রোগীর চিকিৎসার জন্য নাভানা কোম্পানী সাথে যোগাযোগ করে তিনটি ভেন্টিলেশন ২৫০ শয্যা বিশিস্ট পটুয়াখালী হাসপাতালে হস্তান্তর করেছেন বলে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আব্দুল মতিন জানান।
Leave a Reply