আজকাল ডেস্ক।। প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসন এর পক্ষ থেকে নিম্ন আয়ের খেটে-খাওয়া মানুষের জীবন যাপনের কথা বিবেচনা করে তাদের পাশে এসে দাড়িয়েছে প্রশাসন। আজ সকাল সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসন বরিশালের পক্ষ থেকে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে কর্মহীন খেটে খাওয়া ৫০ জন পত্রিকার হকার দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজ, সাধারণ সম্পাদক শহীদ আবদুর রব সেরনিয়াবাত প্রেসক্লাব বরিশাল এস এম জাকির হোসেন, ভোরের আলো পত্রিকার সম্পাদক সাইফুর রহমান মিরনসহ হকাররা উপস্থিত ছিলেন। এসময় প্রত্যেককে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় জেলা প্রশাসক সবাই কে নিরাপদে সামাজিক এবং শারীরিক দূরত্ব বজায় রেখে মাস্ক ব্যবহার করার জন্য পরামর্শ দেন
Leave a Reply