আজকাল ডেস্ক।। করোনা ভাইরাস পরিস্থিতিতে দেশের বিভিন্ন সেক্টরের মানুষের আর্থিক অসচ্ছলতা দূরীকরণ এর লক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বিশেষ অনুদান প্রদান করা হয় তারি ধারাবাহিকতায় আজ ২৭ জুলাই সোমবার দুপুর সাড়ে ১১ টার দিকে সামাজিক দূরত্ব বজায় রেখে জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল এর সম্মেলন কক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট হতে অসচ্ছল ও অসুস্থ সাংবাদিকদের মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল রাজিব আহমেদ, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজ, উপপরিচালক জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল আল মামুন তালুকদার, বরিশাল সাংবাদিক ইউনিয়ন (জেইউবি) এর সাধারণ সম্পাদক স্বপন খন্দকার, নির্বাহী সদস্য আলী জসিমসহ সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন। এসময় ৬ জন সাংবাদিক দের মাঝে ৫০ হাজার টাকা করে ৩ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক বরিশাল। এ অর্থ অনলাইনের মাধ্যমে প্রত্যেকের ব্যাংক একাউন্টে পৌছে যাবে।
Leave a Reply