নিজেস্ব প্রতিবেদক।। বরিশালের বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় সংবাদ প্রকাশের পর পিরোজপুর প্রধান ডাকঘরের সহকারি পরিদর্শক মোঃ কামাল হোসেন কে বরিশাল বিভাগীয় ইউনিট থেকে চট্টগ্রাম সার্কেলে বদলি করা হয়েছে। সংশ্লিষ্ট দপ্তর সুত্রে জানাগেছে, বরিশাল হেড অফিসের কর্মচারি আঃ রহমান কে চাকরিতে পদ উন্নতি করে দিবে বলে ৮৫ হাজার টাকা ঘুষ নেয় কামাল হোসেন। একই ভাবে রানার মোসারেফ এর কাছ থেকে ২০ হাজার, জব্বার মোল্লার কাছ থেকে ৬০ হাজার টাকা, এমএল এস এস কাশেমের কাছ থেকে সহ প্রায় ১৫/২০ জন কর্মচারীর থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় এই কামাল হোসেন। উক্ত ঘুষের টাকা ফেরত চাইতে গেলে একাধিক বার লাঞ্চিত করার অভিযোগ রয়েছে ভুক্ত ভোগিদের । এ সব ঘটনায় বিভিন্ন সময় বরিশাল ডি পি এম জি ও বাংলাদেশ ডাক বিভাগের মহা পরিচালক বরাবর অভিযোক করে ভুক্ত ভোগিরা। ফলে একাধিক বার তদন্ত কমিটি গঠন করে কতৃপক্ষ ।সব দিক দিয়ে তদন্ত করে ঘটনার সত্যতা পায় কতৃপক্ষ । এর ফলে চলতি সপ্তাহের শুরুতে ঘুষ, সুদ, দুর্নীতি ও কর্মকর্তা কর্মচারীদের সাথে অশ্লালিন ব্যবহার এবং মারধরের কারনে বর্তমান কর্মস্থল পিরোজপুর থেকে চট্টগ্রামে বদলি করা হয়েছে সহকারি পরিদর্শক কামাল হোসেন কে। এ ব্যাপারে বরিশাল ডেপুটি পোস্ট মস্টার মোঃ মিজানুর রহমান জানান, সহকারি পরিদর্শক কামালের বিরুদ্বে দীর্ঘ দিন যাবদ প্রায় অধিকাংশ কর্মচারিদের নানা অভিযোগ দিয়ে আসছে। তার ফলে ডাক বিভাগের ডিজি মহোদয়ের দপ্তরের আদেশে কামাল কে চট্টগ্রাম সাকেলে বদলি করা হয়েছে। এ দিকে কামাল হোসেনের বদলির খবরে বাংলদেশ পোস্টম্যান ও ডাক কর্মচারি ইউনিয়ন বৃহত্তর বরিশাল জেলা শাখার নেতৃবৃন্দ খুশিতে মিস্টি বিতরন করেছে। পাশাপাশি ডিজি মহোদয় কে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছে বরিশাল জেলা শাখার সকল কর্মকর্তা কর্মচারিবৃন্দ।।
Leave a Reply