পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শেষে আজ সৌদি আরবে উদযাপিত হচ্ছে ঈদুল আযহা। সেই সাথে, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও ইউরোপসহ বিশ্বের একাধিক দেশেও ঈদ উদযাপন হচ্ছে। স্থানীয় হিজরি মাস গণনা অনুযায়ী আজ সৌদি আরবে ঈদুল আজহা উৎযাপিত হচ্ছে। সকালে হাজিরা মুজদালিফা থেকে ফিরে মিনায় পশু কোরবানিসহ অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। মুজদালিফায় ফজরের নামাজের পর ঈদ জামাতে অংশ নেবেন মুসল্লীরা।
নামায শেষে আবারো মিনায় গিয়ে বড় শয়তানকে সাতটি পাথর মারার পর পশু কোরবানি দিয়ে মাথার চুল ছেঁটে, গোসল করে ঈদ উদযাপন করবেন হাজিরা। তবে অন্যান্য বছরের থেকে এবারের হজ আনুষ্ঠানিকতার চিত্র ভিন্ন। করোনার বৈশ্বিক মহামারির কারণে এবছর শুধু সৌদি আরবের নির্বাচিত কিছু মুসল্লী হজের সুযোগ পান।
Leave a Reply