মোঃশহিদুল ইসলাম:ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে বরিশাল সদর উপজেলার ২নং কাশীপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণকে প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ কামাল হোসেন লিটন মোল্লা। তিনি ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলা ও বেশী বেশী দোয়া দরুদের মাধ্যমে এ বছরের ঈদুল আযহা উদযাপনের অনুরোধ জানিয়েছেন।এক শুভেচ্ছা বিবৃতিতে গণমাধ্যমকে বলেন. ‘ঈদুল আযহা উপলক্ষ্যে ২নং কাশীপুর ইউনিয়নের সর্বস্তরের সকল জনগন এবং সমগ্র মুসলিম উম্মাহর প্রতি প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। মুছে যাক ব্যাথা, ঘুচে যাক গ্লানি। ঈদ ত্যাগের মানসিকতা ও ভ্রাতৃত্ববোধ শিক্ষা দেয়। এমনকি ধনী-গরীবের ভেদাভেদ ভুলে সবাইকে আনন্দের এক সূতায় বেঁধে দেয়। আর এই ঈদে মুসলিম উম্মাহর প্রতিটি ঘর ভরে উঠুক ঈদের অনাবিল আনন্দে। করোনাকে জয় করে সকলে নতুন প্রত্যয়ে জেগে উঠুক। তার পাশাপাশি আত্মত্যাগের শিক্ষা নিয়ে যাতে আমরা আল্লাহর নৈকট্য হাসিল করতে পারি, সেই কামনা করছি।আসুন করোনা প্রতিরোধে হইহুল্লোড় ও ঘুরাঘুরি পরিহার করে সকলে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলি এবং আল্লাহর কাছে বেশী বেশী ইবাদত করার মাধ্যমে এ বছরের ঈদুল আযহা উদযাপন করি।’
Leave a Reply