আজকাল ডেস্ক: বরিশাল নগরীর কশাই হকার্স মাকেটে আগুন লেগে ৩টি দোকান পুড়ে গেছে। এতে অন্তত ১১ লাখ টাকার ক্ষতি হলেও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত আগুন নিভিয়ে ফেলায় আরও বেশ কয়েকটি দোকান রক্ষা পেয়েছে।
আজ দুপুর আড়াইটার দিকে ওই মার্কেটের একটি চায়ের দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়।
বরিশাল সদরের ফায়ার ম্যান আশিক আহমেদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ হলেও ততক্ষণে চায়ের দোকান, লেপ-তোষকের দোকান এবং একটি টেলিকম দোকান পুরোপুরি পুড়ে যায়। আগুনে ৩টি দোকান পুড়ে প্রায় ১১ লাখ টাকার ক্ষতি হলেও ফায়ার সার্ভিস সদস্যরা আশপাশের আরও বেশ কয়েকটি দোকান রক্ষা করতে সক্ষম হয় বলে তিনি জানান।
Leave a Reply