আজকাল ডেস্ক।। মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় ৫ জন আহত ও একজনকে পানিতে নিয়ে চুপিয়ে হত্যার চেষ্টা করা হয়। থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে গত ২ই আগষ্ট বেলা ১২ টায় জমা জমি নিয়ে বিরোধের সূত্র ধরে একই এলাকার বরকত চাপরাশি ও রাসেল চাপরাশির নেতৃত্বে এসকান্দার চাপরাশির পরিবারের উপর লাঠি, সোটা, দাঁ, মরিচের গুড়া নিয়ে হামলা করে একাধিক জনকে আহত করে ও টাকা পয়াসা ছিনতাই ও ঘর বাড়ী ভাংচুর লুটপাট করে। এক পর্যায়ে এসকান্দার চাপরাশির পুত্র নয়ন চাপরাশিকে পুকুরে নিয়ে ৫/৭ জন মিলে চুপিয়ে হত্যার চেষ্টা করে লোকজন টের পেয়ে তাকে আহত অবস্থায় উদ্ধার করে। আহতদের মুলাদী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
এ ব্যাপারে কহিনুর বেগম বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
স্থানীয়দের দাবি এ সকল সন্ত্রাসীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেওয়া হোক।
Leave a Reply