আজকাল ডেস্ক।। মানুষ মানুষের জন্য একটু কি সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও মানুষ।
থ্যালাসিমিয়া আক্রান্তের পাশাপাশি লিভার ও কিডনি সমস্যায় ভুগতে থাকা শিশুর জন্য সহযোগিতা চেয়ে মিজানুর রহমান মিজান নামের এক ব্যক্তি তার ফেইসবুকে স্ট্যাটাস দেয়। ফেইসবুক স্ট্যাটাসটি জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান এর নজরে আসলে তাৎক্ষণিকভাবে হাসপাতাল সমাজসেবার মাধ্যমে ১০ হাজার টাকার ঔষধ দিয়ে সহযোগিতা করেন। বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার উদয় কাঠী ইউনিয়নের হতদরিদ্র দিনমজুর খলিল খা এর শিশু ছেলে মোঃ আব্দুল্লাহ। সে দীর্ঘদিন যাবৎ থ্যালাসিমিয়া আক্রান্তের পাশাপাশি লিভার ও কিডনি সমস্যায় ভুগছেন। আব্দুল্লাহ চিকিৎসার জন্য তার বাবা খলিল খার যে সামর্থ ছিল তা চিকিৎসায় শেষ। এখন তার পক্ষে আব্দুল্লাহ চিকিৎসা করানো সম্ভব নায়। আঃ খলিল তার সন্তানের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান মানুষের কাছে আকুল আবেদন জানায়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে এমন স্ট্যাটাসের পেক্ষিতে বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় শিশুটিকে চিকিৎসকের পরামর্শ নিয়ে শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সমাজসেবার মাধ্যমে প্রয়োজনীয় ঔষধ সরববাহ করার জন্য বলা হয়৷ আজ ৫ আগস্ট বুধবার বিকেলে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ এর সহযোগিতায় শিশুটির জন্য ১০ হাজার টাকার প্রয়োজনীয় ঔষধ পৌছে দেওয়া হয়। জেলা প্রশাসক বরিশাল বলেন, শিশুটির চিকিৎসার জন্য সমাজসেবা অধিদফতর হতে জটিল রোগের চিকিৎসার অনুকূলে শিশুটির জন্য পঞ্চাশ হাজার টাকা প্রদান করা হবে৷ এসময় তিনি শিশুটির চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
শিশুটির পিতা আঃ খলিল এর বিকাশ নম্বর ০১৭৭৭০২১০০৫ (বিকাশ)
Leave a Reply