০৬ আগস্ট বৃহস্পতিবার দুপুর ২ টায় দিকে উপজেলার ৯নং দপদপিয়া ইউনিয়নের চরকয়া গ্রামের মোহম্মদ নাছির উদ্দিন মল্লিক সহ বেশ কজন কৃষকের লেবু, মালটা, পেঁপে, আম, পেঁয়ারা, লাউ, কুমড়াসহ পাঁচ শতাধিক গাছ কেটে ফেলেছে ওই ইউনিয়নের বিএনপি নেতা মোহম্মদ ফারুক হোসেন’র নেতৃত্বে ৪০/৫০ জন লোক।
ক্ষতির স্বীকার কৃষক চরকয়া গ্রামের আব্দুল বারেক মল্লিকের ছেলে মোহম্মদ নাছির উদ্দিনসহ বাগানিরা জানান, পূর্ব শত্রুতার জের ধরে আমাদের বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়ন এর ছাগলদি গ্রামের ফলদ বাগানে দিনেদুপুরে দপদপিয়ার ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোহম্মদ ফারুক হোসেন’র বাহিনী আমাদের ৩ টি ফলদ বাগানের গাছ কেটে ফেলে এবং আমার ৈপত্রিক সূত্রে প্রাপ্ত ৩ একর জমির বোরো/ইরি ধান কেটে নিয়ে গেছে। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলেও জানান। এ ঘটনার পর মোহম্মদ মোতাহার হোসেন মল্লিক বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত ফারুক হোসেনের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, এই সম্পত্তির মালিক আমি। আমি আমার সম্পত্তি পরিষ্কার করেছি।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, একটি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply