বরিশালের উজিরপুরে বরিশাল ক্রাইম নিউজের স্টাফ রিপোর্টার রিয়াজুল রাজু উপর অতর্কিত সন্ত্রাসী হামলা করে একদল সন্ত্রাসী।
জানা যায়- সন্ত্রাসী গ্রুপ সিদ্দিক ঢালি ও তার ভাইয়েরা সেনেরহাট বাজারের সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণ করে। যার প্রতিকার চেয়ে সহকারী কমিশনার (ভূমি) বরাবর গত সোমবার (১০আগষ্ট) দরখাস্ত দেয় তরুণ সাংবাদিক রিয়াজুল রাজু। যাতে ক্ষিপ্ত হয় দখলদার ভূমিদস্যু সিদ্দিক ঢালি সাংবাদিক রাজুর এই দরখাস্তে সিদ্দিক ঢালির বারা ভাতে ছাই পরায় তারা সাংবাদিক রাজু উপর এক হামলার নীল নকশা করে। পরিকল্পনার মাফিক (১১আগষ্ট) বিকাল সাড়ে পাঁচ টায় সিদ্দিক ঢালি, ইয়াছিন ঢালী, শফিক ঢালি, সাইফুল ঢালি ও সন্ত্রাসী বাহিনী লাঠি সোটা রড নিয়ে সেনেরহাট বাজারের পূর্ব পাশে অবস্থান করে।কিন্তু ভাগ্যক্রমে সাংবাদিক রিয়াজুল সেনেরহাট বাজারে না আসলে তার নানা সাবেক ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান ইউপি সদস্য নুরুল হক সরদারের উপর হামলা চালায়।নানার উপর হামলার সংবাদ পেয়ে সাংবাদিক রিয়াজুল ও তার চাচাতো ভাই ফয়সাল বেপারি বাজারে গেলে তাদের উপর পুনরায় হামলা চালায়।
প্রতক্ষদর্শী হাতেম বেপারী ও সাহিন বেপারী জানান, আমরা না থাকলে নুরু মেম্বরকে আজ মেরে ফেলতো। তারা যে হামলা করেছে তা সুষ্পষ্ট ভাবে বোঝা যায় এটা পরিকল্পিত।
এ বিষয়ে রিয়াজুল রাজু বলেন, আমি সরকারি যায়গার দখল ঠেকাতে এসিল্যান্ডকে অবহিত করেছি। তাতে তারা ক্ষিপ্ত হয়ে হামলা চালায়।
এ বিষয়ে উজিরপুর ভারপ্রাপ্ত নির্বাহী কার্মপর্তা ও সহকারী কমিশনার (ভূমি) জয়দেব চক্রবর্তী বলেন, ভিকটিম থানায় মামলা করুক, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply