বরিশাল জেলায় জাতির জনক বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা করেন জেলা প্রশাসক
আজকাল ডেস্ক।। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর শাহাদত বার্ষিকী উপলক্ষে ১৩ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে বিভাগীয় প্রশাসন বরিশাল এর উদ্যোগে জেলা প্রশাসন বরিশাল এর বাস্তবায়নে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর শাহাদত বার্ষিকী স্মরণে বরিশাল বিভাগের সরকারি দপ্তরসমূহে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি সফল বাস্তবায়ন উপলক্ষে ভিডিও কনফারেন্সে বিভাগীয় কমিশনার এর কার্যালয় বরিশাল এর সাথে সংযুক্ত হয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠান উপভোগ করেন জেলা প্রশাসন বরিশাল।
এসময় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল মোঃ রাজিব আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল তৌহিদুজ্জামান পাভেল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল প্রশান্ত কুমার রায়সহ আরও অনেক উপস্থিত ছিলেন। অপর প্রান্তে বিভাগীয় কমিশনার এর কার্যালয় ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল অমিতাভ সরকার এবং বরিশাল বিভাগীয় ও ৬ টি জেলায় সকল সরকারি বেসরকারি দপ্তরের প্রতিনিধি সংযুক্ত ছিলেন।
ভিডিও কনফারেন্স শেষে এক যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার বরিশাল অমিতাভ সরকার। বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। এসময় জেলা প্রশাসন বরিশালের সহযোগিতায় বরিশাল জেলার ১০ টি উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভুমি এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বৃক্ষরোপণ করেন।
আজ একযোগে বরিশাল জেলায় ১০ হাজার বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয় আজ থেকে পর্যায়ক্রেমে বরিশাল জেলায় ১ লক্ষ বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হবে। এদিকে দুপুর ২ টার দিকে জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান সরকারি শিশু পরিবার সমূহে বৃক্ষ রোপণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল আল-মামুন তালুকদার, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজসহ কোমল মতি শিশুরা উপস্থিত ছিলেন।
Leave a Reply