আজকাল ডেস্ক ।। পিরোজপুরে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ী মিজানুর রহমানকে (৪৮) হত্যায় জড়িত থাকার অভিযোগে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নের চরপুখুরিয়া গ্রামের আব্দুল জলিল শেখের ছেলে। তিনি ঢাকায় ব্যবসা করতেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ৮টার দিকে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যবসায়ী মারা যান বলে জানান পিরোজপুর সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কলাখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য রাজ্জাক বেপারীকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নের চরপুখুরিয়া গ্রামের হোসেন আলী বেপারীর ছেলে।
নিহত মিজানুরের মামা কাজী শাহাদাত হোসেন জানান, পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বাজুকাঠী গ্রামের এক জমি নিয়ে চরপুখুরিয়া গ্রামের ওই ইউপি সদস্যর সাথে বিরোধ চলছিল। বৃহস্পতিবার বিকালে সেই জমিতে মিজানুর চাষ করতে গেলে রাজ্জাক ও তার লোকজন হামলা চালিয়ে তাকে কুপিয়ে জখম করে। গুরুতর অবস্থায় পিরোজপুর জেলা হাসপাতালে তাকে নিয়ে যায় স্থানীয়রা। মিজানুরের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে মিজানুর মারা যান বলে জানান তিনি।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল জানান, ব্যবসায়ী মিজানকে হত্যার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং ঘটনার সাথে জড়িত ইউপি সদস্য রাজ্জাককে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।
Leave a Reply