নলছিটি উপজেলা প্রশাসন’র উদ্যোগে ‘জাতীয় শোক দিবস’ পালিত
নিজস্ব প্রতিবেদক।। ঝালকাঠীর নলছিটিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে ।
আজ ১৫ আগস্ট শনিবার সকাল সারে ৯টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন , উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা ।
জাতির জনক এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাখাওয়াত হোসেন’র সভাপতিত্বে শোক সভা অনুষ্ঠিত হয় । এ সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহম্মদ সিদ্দিকুর রহমান, নলছিটি থানায় অফিসার ইনচার্জ মোহম্মদ শাখাওয়াত হোসেন পিপিএম, জেলা পরিষদ সদস্য ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ওয়াহেদ কবির খান, মুক্তিযোদ্ধা ডেপুটি সাবেক কমান্ডার তাজুল ইসলাম দুলাল চৌধুরী, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি খন্দকার মজিবুর রহমান, উপজেলা পরিষদ’র মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা লস্কর, কুলকাঠি ইউপি চেয়ারম্যান আকতারুজ্জামান বাচ্চু, নলছিট পৌর প্যানেল মেয়র আলমগীর হোসেন আলো, নাহনমহল ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সেলিম, যুবলীগ নেতা মামুন তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক দিদারুল আলম রায়হানসহ মুক্তিযোদ্ধা, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার মোহম্মদ বদরুল আমীন।
Leave a Reply