বরগুনার পাথরঘাটা উপজেলায় পাঁচ আগ্নেয়াস্ত্রসহ কামাল নামে এক ‘জলদস্যুকে’ আটক করা হয়েছে।শুক্রবার রাত ৯টার দিকে উপজেলা কোস্টগার্ড ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ওই আগ্নেয়াস্ত্র উদ্ধার করে।আটক কামাল হোসেন সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মৃত্যু জালাল উদ্দিন সিকদারের ছেলে।
দক্ষিণ স্টেশন কোস্টগার্ড কমান্ডার লেফটেন্যান্ট মেহেদী হাসান জানান, বলেশ্বর নদীর তীরে অস্ত্র বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ৬টার দিকে অভিযান শুরু করা হয়। এসময় কামালকে আটক হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে রাত ৯টার দিকে অভিযান চালানো হয়।
পরে তার বাড়ির সামনে ওয়াপদার পুকুর থেকে তিনটি ও ঘর থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. মেহেদি হাসান আরও বলেন, দীর্ঘদিন ধরে কামাল বঙ্গোপসাগরে ডাকাতি করতো এবং জলদস্যু বাহিনীর সক্রিয় সদস্য হয়ে অস্ত্র বিক্রি করতো।
আটক কামালের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।
পাথরঘাটা থানা তদন্ত ওসি মো.সাইদ আহমেদ বলেন, পুলিশ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে কামালকে আটক করা হয় এবং ৫টি অস্ত্র উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মামলা করে শনিবার সকালে আদালতে সোপর্দ করা হবে।
Leave a Reply