আজকাল ডেস্ক।। ঝালকাঠিতে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এসপি সুমন হালদার (২৫) নামে এক ছাত্রলীগ নেতা। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের নেহালপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
নিহত এসপি সুমন হালদার কীর্তিপাশা ইউনিয়নের খোর্দ্দবরহার গ্রামের সুভাষ হালদারের ছেলে এবং বরিশাল বিএম কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র। সুমন ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ইউনিয়ন ছাত্রলীগের পদ প্রত্যাশী ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ভাড়ায়চালিত মোটরসাইকেলযোগে ঝালকাঠি যাচ্ছিলেন এসপি সুমন হালদার। পথিমধ্যে নেহালপুর ব্রিজের ওপরে তার মোটরসাইকেল উঠলে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাথা ও ঘাড়ে আঘাত পেয়ে ঘটনাস্থলে এসপি সুমন হালদারের মৃত্যু হয় এবং মোটরসাইকেল চালক মো. মান্না গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, ঘাতক ইজি বাইক জব্দ করা গেলেও এর চালক পালিয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
Leave a Reply