বরিশালে শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়াম এর অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেন এসিল্যান্ড
আজকাল ডেস্ক।। বরিশালে নিয়মিত মোবাইল কোর্ট অভিযানের অংশ হিসেবে আজ ১৭ আগস্ট সোমবার বরিশাল মহানগরীর ১১ নং ওয়ার্ডের ভিআইপি গেট এলাকায় বরিশাল শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়াম এর একোয়ার কৃত জমিতে অবৈধ স্থাপনা নির্মান করেন এ্যাড. মাহিন। বিষয়টি জানতে পেরে আজ জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান এর নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) বরিশাল সদর মোঃ মেহেদী হাসান মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন এসময় খোজ খবর নিয়ে দেখা যায় স্টেডিয়াম এর জমিতে অবৈধভাবে ঘর নির্মাণ করা হচ্ছে তাৎক্ষণিকভাবে এসিল্যান্ডের নির্দেশে নির্মাণাধীন অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এসময় জানা যায় একটি ভূয়া মামলার তথ্য দিয়ে সরকারি এই জমিটি ভোগদখলের চেষ্টা চালাচ্ছে। অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা নির্মাণকারীদের কাউকে পাওয়া যায়নি। এসময় সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান বলেন, সরকারী জমি জবর দখল করে ভোগ করতে পারবে না বরিশাল সদর উপজেলা ও মহানগরের অবৈধ স্থাপনা গুলো পর্যাক্রমে উচ্ছেদ করা হবে। এসময় আইনশৃংখলা রক্ষায় সহযোগিতা করেন কোতোয়ালি মডেল থানর একটি টিম।
Leave a Reply