বিএমপি’র অভিযানে ১হাজার পিচ ইয়াবা সহ ৫ (পাঁচ) মাদক ব্যবসায়ী গ্রেফতার!!
মাদকের বিষবৃক্ষ নগরীতে থাকবে না _______বিএমপি কমিশনার।
আজকাল ডেস্ক।। গোপন সংবাদের ভিত্তিতে গত ০৯ সেপ্টেম্বর বরিশাল মহানগর গোয়েন্দা শাখার সহকারী পুলিশ কমিশনার জনাব মোঃ রবিউল ইসলাম শামিম এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আঃ হালিম খন্দকার সঙ্গীয় এসআই(নিঃ) মোঃ দেলোয়ার হেসেন (পিপিএম), এসআই নজরুল ইসলাম ও অন্যান্য অফিসারসহ কোতয়ালী মডেল থানাধীন ০৯ নং ওয়ার্ডের পোর্ট রোডস্থ জনতা ব্যাংক ভবন এর সামনে অভিযান পরিচালনা করে ৫০০ পিচ ইয়াবা সহ মাদক ব্যাবসায়ী ১) মোঃ মনির হোসেন মৃধা (২৫), ২) মোঃ রিয়াজুল ইসলাম রাজিব (২২) কে আটক করা হয়।
এদের দেয়া তথ্যঅনুযায়ী অপর আসামী ৩) সুমন হাং (২৪) ও ৫) শাহাবুদ্দিন মৃধা সাজু (৩০) কে শেবাচিম মেডিকেল সম্মুখ থেকে আটক করে তাদের দেয়া তথ্যমতে, তথ্য প্রযুক্তির সহায়তায় অপর সহযোগী আসামী ৫) মোঃ জাহাঙ্গীর মৃধা (২৮) কে কোতয়ালী ২৪নং ওয়ার্ডস্থ রুপাতলী ডোস্ট পেট্রোল পাম্পের সামনে থেকে ৫০০ পাঁচ শত পিচ সহ আটক করা হয় ।
মোট ১০০০ পিস ইয়াবা সহ ধৃত আসামীদের বিরুদ্ধে কোতয়ালী মডেল মামলা রুজু হয়েছে।
Leave a Reply