বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে জেলাব্যাপী ১ লক্ষ তালের বীজ বপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল
আজকাল ডেস্ক।।প্রাকৃতিক দুর্যোগ প্রশমনকল্পে সমগ্র বরিশাল জেলা ব্যাপী ১ লক্ষ তালবীজ বপন কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল। আজ ১৪ সেপ্টেম্বর সোমবার সকাল ১০ টায় বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে, উপজেলা প্রশাসন বরিশাল সদর এর আয়োজনে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহের সহযোগিতায় কাউনিয়া বিসিক সংলগ্ন চরবাড়িয়া ইউনিয়ন এর মতাসার বাজার এলাকায়। বরিশাল জেলা ব্যাপী ১ লক্ষ তালের বীজ বপণ কর্মসূচির ২০২০ এবং শুভ উদ্বোধন করেন বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মোঃ মুনিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার বরিশাল মোঃ শহিদুল ইসলাম। উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল মোহাম্মদ তৌফিকুল আলম, বিভাগীয় বন কর্মকর্তা সামাজিক বন বিভাগ বরিশাল, জিএম রফিক আহাম্মেদ, উপ-পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশাল দিল আরা খানম, উপজেলা ভাইস চেয়ারম্যান মহিলা বরিশাল সদর উপজেলা, রেহানা বেগম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বরিশাল প্রশান্ত কুমার রায়, পিআইও বরিশাল সদর উপজেলা কামরুজ্জামান, চেয়ারম্যান চরবাড়িয়া ইউনিয়ন পরিষদসহ সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক ব্যক্তি, ইউনিয়ন পরিষদের মেম্বার, শিক্ষকবৃন্দরা উপস্থিত ছিলেন। বরিশাল জেলা ব্যাপি ১ লক্ষ তালের বীজ বপণ কর্মসূচির ২০২০ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক বরিশাল এসময় তিনি বলেন, তাল বীজ বপন কর্মসূচি আজ থেকে চলবে বরিশাল জেলার ১০ টি উপজেলায় এক যোগে এ কর্মসূচি পালিত হবে। প্রতি উপজেলায় ১০ হাজার করে তালের বীজ বপন করা হবে। উপজেলা প্রশাসনের সাথে সর্বস্তরের জনগণ উপস্থিত থেকে তাল বীজ বপন করবে। উক্ত অনুষ্ঠানকে সফল এবং সার্থক করতে নিজ নিজ স্থান থেকে বরিশাল জেলার সকল ব্যক্তি প্রতিষ্ঠান সকালের সর্বাত্মক সার্বিক সহযোগিতা এবং উপস্থিতি কামনা করেন বরিশাল জেলা প্রশাসক, এস, এম, অজিয়র রহমান।
উল্লেখ্য, বরিশাল জেলার সকল উপজেলায় জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমানের উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাত নিরোধকল্পে উপজেলা নির্বাহী অফিসার, জনপ্রতিনিধি, বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহের অংশগ্রহণে তালবীজ বপন করা হয়েছে।
Leave a Reply