সংবাদকর্মি নোমানী আটকের পূর্বাপর জানাও
‘ সত্য কঠিন, কঠিনকেই ভালোবাসবো’
মধ্যরাত কিংবা গভীররাত যখনই হোক না কেন ঘটনা একটি ঘটেছে। এ ঘটনার বিবরন কোন সাহসী/দু:সাহসী/সাহসহীন কারও হাতের লেখা সংবাদে ঘটনার কোন বিবরন নেই। বিপজ্জনক হচ্ছে- হয়তোবা সংবাদকর্মিরা নিজেরাই ঘটনার সেলফ সেন্সরশীপ করে ফেলেছে। যে সম্পাদকদের গ্রুপ দু,দিন আগেও হুংকার (!) দিয়ে বলেছিলো ‘ স্বাধীন সাংবাদিকতাকে কন্টকমুক্ত করবে সম্পাদক পরিষদ’ তারা নোমানীকে না চেনার ভান করে সংবাদ ছেপেছে ‘থানা সূত্র’র ক্রেডিট লাইনে। বিস্ময়কর বিষয় হচ্ছে- মামুনুর রশীদ নোমানী যত ক্ষুদ্র সংবাদ কর্মি হোক কিংবা দুর্নামযুক্ত সংবাাদকর্মি হোক তাকে আমি সহ এ নগরের অনেকেই চেনে পুরনো আঞ্চলিক দৈনিক শাহনামার সাংবাদিক হিসেবে। সুতরাং তাকে কথিত অথবা তথাকথিত বলাটাও সংবাদ মাধ্যমের জন্যেও লজ্জাার ( যদি জানে বা বুঝে)। সংবাদ মাধ্যমের দায়িত্ব ছিলো সত্য প্রকাশ করা। তা হয়নি। সংবাদকর্মি নোমানী কারাগারে পুলিশের হেফাজতে যাবার পূর্ব কালে ঘটনাস্থলে পুলিশ ছিলো বলে আমরা জেনেছি। সুতরাং উর্ধতন পুলিশ কতৃপক্ষের নোমানী আটকের পূর্বাপর নিয়ে বক্তব্য আশা করছি। অন্যথায় বিচার বিভাগীয় তদন্তের দাবী করবো। এটি স্বাধীন সাংবাদিকতার স্বার্থেই প্রয়োজন। কেউ না জানালে আমরাই সত্যকে জানবো, রাজপথে এসে মানুষকেও জানাবো। ‘ সত্য কঠিন, কঠিনকেই ভালোবাসবো’
লেখক:-
মনিরুল ইসলাম স্বপন খন্দকার, সাধারণ সম্পাদক- বরিশাল সাংবাদিক ইউনিয়ন
Leave a Reply