জমি নিয়ে বিরোধ বাবুগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত-১
মোঃশহিদুল ইসলাম::বাবুগঞ্জের ব্রাক্ষনদিয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ১ জন গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি সেবাচিমে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় বাবুগঞ্জ থানায় এজাহার দাখিল করা হয়েছে। এজাহার সূত্রে জানা যায়, বাবুগঞ্জের ব্রাক্ষনদিয়া গ্রামের মৃত মহব্বত আলী পাহলানের ছেলে মোঃ মান্নান পাহলান(৬৫) এর সাথে একই এলাকার মোঃ নিজাম হাওলাদার (৩৯)মোঃ ফরিদ হাওলাদার (৪১)মোঃ ফাহাদ হাওলাদার (২২)মোঃ রহিম হাওলাদার (৫৫)মোঃ শামীম বিশ্বাস(৩০)তাদের সাথে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ২০ সেপ্টেম্বর বিকালে মোঃ মান্নান পালান বরিশালের উদ্শ্যে বাড়ি থেকে রওয়ানা হয়ে ব্রাক্ষনদিয়া কওমিয়া মাদ্রাসার দক্ষিন পাশে বাদল এর চায়ের দোকান সংগগ্ন কাচা রাস্তার উপরে পৌছামাত্র মোঃ নিজাম হাওলাদারের নেতৃত্বে মোঃ ফরিদ হাওলাদার মোঃ ফাহাদ হাওলাদার মোঃ রহিম হাওলাদার মোঃ শামীম বিশ্বাস সহ অজ্ঞাত আরো কয়েকজন মিলে পথ গতিরোধ করে তর্কবিতর্কের এক পর্যায় দেশিও অস্ত্র নিয়ে মান্নান পালান ও তার স্রী উপর অর্তকিত হামলা চালায়। এতে ধারালো অস্ত্রের আঘাতে মান্নান পাহলানের মাথার ডানপাশে কপালের উপরে গুরুতর জখম হয় ।মাটিতে লুটিয়ে পরে ঐ অবস্থায় আবারও বেদম লাটিপেটা করেন নিজাম হাওদারের লোকজন।সাথে থাকা স্রীও আহত হোন।তাদের ডাক চিৎকারে লোকজন জড়ো হলে তাদের উদ্বার করে বরিশাল শেরে বাংলা সরকারী হাসপাতে ভর্তি করেন।এ সময় তাদের সাথে থাকা মোবাইল ও নগদ ২২,৩৫০টাকা লুটপাট করা হয়। বাদী মোসা:হাসিনা বেগম জানান, নিজাম হাওলাদারের লাঠিয়াল বাহিনী দিয়ে দীর্ঘদিন যাবদ অবৈধভাবে জমি দখলের পায়তারা করে আসছে।প্রায় সময়ই শুশুরকে ভয়ভীতি দেখাতো আর গালিগালাজ করতো।এর আগেও রহিমা বেগম (৪০) নামে এক মহিলাকে ঘরে ঢুকে মধ্য যুগিকায়দায় নির্মম নির্যাতন করে আহত করে তার মামলা এখনও চলমান। শুধু আমাদের পরিবার নয়, তাদের অত্যাচারে এলাকাবাসিও অতিষ্ঠ।এই ভুমিদস্যুদের নামে থানাও একাধিক মামলা রয়েছে।তারা কোন বিচারশালিশী মানে না।জোড়পুর্বক জমি দখল নিতে চাইলে এর প্রতিবাদ করার কারনে আমার শুশুর মান্নান পাহলানকে তারা মারার উদেশ্যে ধারালো অস্ত্র আঘাত করে,মাথায় ১২-১৪ টি সেলাই দিতে হয়েছে, প্রায় ১২ দিন মেডিকেল চিকিৎসাধীন ছিলো। হামলাকারীরা মোবাইল ও নগদ ২২,৩৫০টাকা লুট করে নিয়ে যায়। প্রশাসন সহ সংশিষ্ঠ সকলের কাছে এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।’এ ব্যাপারে বাবুগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা মানবেন্দ্র বালো জানান, ‘এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।’
Leave a Reply