বরিশালে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় জন্ম নিবন্ধন দিবস ২০২০ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
আজকাল ডেস্ক।। নাগরিক অধিকার করতে সুরক্ষণ, ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন এই স্লোগান নিয়ে আজ ৬ অক্টোবর মঙ্গলবার সকাল ১১ টায় জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে জাতীয় জন্ম নিবন্ধন দিবস ২০২০ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. অমিতাভ সরকার বিভাগীয় কমিশনার বরিশাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস, এম, অজিয়র রহমান জেলা প্রশাসক বরিশাল। বিশেষ অতিথি ছিলেন উপপরিচালক স্থানীয় সরকার বরিশাল মোঃ শহিদুল ইসলাম, উপ-পরিচালক পরিবার পরিকল্পনা বরিশাল ডাঃ মুঃ জসিম উদ্দিন, প্রধান নির্বাহী কর্মকর্তা বরিশাল সিটি কর্পোরেশন বরিশাল মোঃ ইসরাইল হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরিশাল আবদুল লতিফ মজুমদার, বীর প্রতীক কে এস এম মহিউদ্দিন মানিক, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামী লীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরী, ইউনিসেফের বরিশাল আঞ্চলিক সমন্বয়কারী তৌফিক আহমেদ, বিশিষ্ট আইনজীবী এস এম ইকবালসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।শুরুতে জন্ম নিবন্ধন কার্যক্রমের উপর ভিডিও ডকুমেন্টারি উপস্থাপন করা হয়। পরে আলোচনা সভায় অতিথিরা জাতীয় জন্ম নিবন্ধন দিবসের বিভিন্ন তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন। অনুষ্ঠানে অপারেজয় বাংলাদেশ এর পক্ষ থেকে ইউনিসেফ এর সহযোগিতা সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন বিভাগীয় কমিশনার বরিশাল ড. অমিতাভ সরকার।
Leave a Reply