খাগড়াছড়িতে স্ত্রী হত্যা মামলায় স্বামীকে মৃত্যুদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। বৃহস্পতিবার (০৮ অক্টোবর) দুপুরে জেলা ও দায়রা জজ রেজা মোহাম্মদ আলমগীর হাসান এই আদেশ দেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বিধান কানুনগো জানান, ২০১৪ সালে আসামি মো. মোখলেছ মিয়ার সঙ্গে জেলার গুইমারা উপজেলার বড়পিলাক এলাকার বাসিন্দা মো. ফারুক মিয়ার কন্যা মোছা. জান্নাত বেগমের বিয়ে হয়। তাদের সংসারে মো. জুবায়েদ নামে একটি পুত্র সন্তান আছে। বিয়ের পর থেকে যৌতুকসহ বিভিন্ন ইস্যুতে ঝগড়া বিবাদ লেগে থাকতো। তারই সূত্র ধরে ২০১৭ সালের ২৩ অক্টোবর সকালে ঝগড়া-বিবাদ চলাকালে মো. মোখলেছ মিয়া তার স্ত্রী মোছা. জান্নাত বেগমকে ওড়না দ্বারা গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। এই ঘটনায় ভিকটিমের পিতা মো. ফারুক বাদী হয়ে গুইমারা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এই মামলায় আসামি মো. মোখলেছ মিয়াকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেওয়া হয়েছে।
Leave a Reply