ধর্ষণ, নারী নির্যাতনের প্রতিবাদে ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে পটুয়াখালীর বাউফলে মানববন্ধন কর্মসুচী পালন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলার হাসপাতাল সড়কে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত ওই মানববন্ধন কর্মসূচীতে বিভিন্ন শ্রেনি পেশার কয়েকশত লোক অংশগ্রহন করেন। সচেতন নাগরিকদের উদ্দ্যোগে আয়োজিত মানববন্ধনে বিশিষ্ট্য সমাজ সেবক ও ক্রীড়ানুরাগী আপেল মাহমুদ ফিরোজ, দৈনিক প্রথম আলোর বাউফল প্রতিনিধি এবিএম মিজানুর রহমান ও সচেতন নাগরিক ব্যানারের আয়োজক শিবলী সাদেক বক্তব্য রাখেন। এ সময়ে বক্তারা সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ধর্ষণ ঘটনার নিন্দা প্রকাশ করেন ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
Leave a Reply