আজকাল ডেস্ক: গত তিন দিন ধরে অন্ধ্র এবং তেলঙ্গানায় প্রবল বৃষ্টি। তার জেরে হায়দরাবাদে জমি ঘেরার দেওয়াল ধসে পড়ল। চাপা পড়ে মারা গেলেন ন’জন। মৃতদের মধ্যে রয়েছে একটি দু’ মাসের শিশু। দেওয়ালটি ১০টি বাড়ির ওপর ভেঙে পড়ে।
বঙ্গোপসাগরের ওপর গভীর নিম্নচাপ। তার জেরেই দুই রাজ্যে চলছে বৃষ্টি। তেলঙ্গানায় গত ৪৮ ঘণ্টায় মারা গেছেন ১২ জন। রাজ্যের বেশ কিছু এলাকায় বন্যা হয়েছে। তেলঙ্গানার ১৪টি জেলা চরম ক্ষতিগ্রস্ত। হায়দরাবাদেও বেশ কিছু এলাকা জলমগ্ন। জনজীবন বিপর্যস্ত।
জলস্তর বেড়ে যাওয়ায় হিমায়ত সাগর বাঁধের লকগেট খোলা হয়েছে মঙ্গলবার রাতে। এই বাঁধ থেকেই হায়দরাবাদ শহরে জল সরবরাহ করা হয়। হায়দরাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি মঙ্গলবার রাতেই বন্যা পরিস্থিতি পরিদর্শনে যান। যেখানে দেওয়াল ভেঙেছে, সেখানেও উপস্থিত হন তিনি। টুইটারে জানিয়েছেন সেকথা।
Leave a Reply