স্টাফ রিপোর্টারঃ- সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যাকলাপে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগের সভাপতি পারভেজ হোসেন বিপ্লবকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর ) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক পত্রে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
ছাত্রলীগের গঠনতন্ত্রে উল্লেখ আছে বিবাহিতরা ছাত্রলীগের পোস্ট পজিসনে থাকতে পারবে না, কিন্তু সভাপতি নির্বাচিত হওয়ার আগেই তিনি বিয়ে করেছেন বলে প্রমান আছে ছাত্রলীগের কেন্দ্রীয় দপ্তরে।
পত্রে উল্লেখ করা হয়, বাংলাদেশ ছাত্রলীগের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগের সভাপতি
পারভেজ হোসেন বিপ্লবকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।
Leave a Reply