বরিশালে মাস্ক ব্যবহার আর সামাজিক দুরত্ব মানছে না অধিকাংস মানুষ
মোঃশহিদুল ইসলাম::করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক হলেও এখন আর তা কেউ মানছে না। শহর থেকে প্রত্যন্ত গ্রামাঞ্চলে সাধারণ মানুষের ভেতর থেকে মাস্ক ব্যবহারে অনিহা দেখা দিয়েছে।ফলে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি থেকেই যায়।সামনে শীত,এই শীতে করোনা ভাইরাসের সংক্রমণ ফের বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্বাস্থ্য বিশ্লেষকরা। সে কারণে বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরার্মশ দিয়ে যাচ্ছেন।কিন্তু এ পরার্মশকে উড়িয়ে দিয়ে যে যার মত করে মাস্ক ব্যবহার না করে চলাফেরা করছে। মাঝে মধ্যে প্রশাসনের পক্ষ থেকে তদারকি করেও মাস্ক ব্যবহারে সচেতন করতে পারছেন না জনগণকে।পাত্তা না দিয়ে মাস্ক ব্যবহার না করাটা একটা ক্ষমতা মনে করছে সাধারণ মানুষ, আর এ কারণেই অনেকে মাস্ক ব্যবহার থেকে বিরত থাকছেন।ঘুরে ঘুরে দেখা যায়, বরিশাল জেলার প্রত্যন্ত গ্রাম থেকে শহর এলাকায় প্রশাসনিক ও বিভিন্ন দপ্তরিক ভাবে সাধারণ মানুষকে সচেতন করতে নানা উদ্যোগ গ্রহণ করেও আসলেও বর্তমানে মাস্ক ব্যবহারে আগ্রহী করা যাচ্ছে না। নগরীর পাড়া মহল্লা গ্রামের হাট বাজার থেকে শুরু করে গণপরিবহনগুলোতে সামাজিক দূরত্ব এবং মাস্ক ব্যবহার এখন নেই বল্লেই চলে। যে যার মতো করে স্বাস্থ্যবিধি না মেনে চলাচল করছে। মাস্ক ব্যবহার করাটা একটা দুর্বলতা মনে করে অনেকেই অনিহা প্রকাশ করছেন।শহর কেন্দ্রিক দেখা যায় ম্যাজিস্ট্রেটের গাড়ি,পুলিশ বা র্যাবের টহল দেখলে তখন দেখা যায় মাস্ক ব্যবহার করছে সাধারণ মানুষ। সামাজিক কিংবা মানসিকভাবে এখনও সচেতন না হলে করোনা ভাইরাসের সঙ্গে যুদ্ধ করাটা দুর্বিসহ হয়ে উঠবে বলে মনে করছে সচেতন মহল ।বরিশাল মহানগর ও সদর উপজেলার কয়েক জনের সাথে কথা বললে তারা জানান,গরম লাগায় মাস্ক ব্যবহার করতে ভালো লাগে না। তারা নানা অযুহাত দিয়ে বলেন, মাস্ক ব্যবহার করলেই যে করোনা হবে না, তার কোন গ্যারান্টি নেই। আর এখন করোনা ভাইরাস গরিব মানুষদের রোগ নয়,এটা বড় লোকদের অসুখ বলে তারা জানান।১,২,৩,ও ৯ নং ইউনিয়নের বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা জানান,প্রথম প্রথম দুই তিন মাস মাস্ক ব্যবহার করেছি,এখন আর মাস্ক ব্যবহার করতে ভালো লাগে না, তার পরও দুরে কোথাও গেলে মাস্ক সাথে নিয়ে চলাচল করি।এমন অবস্থায় সরকারী নির্দেশ আর বরিশাল জেলা প্রশাসকের পক্ষ থেকে সামাজিক দুরত্ব বজায় ও মাস্ক ব্যবহার বাধ্যতামুলক করতে প্রচার প্রচারনা অবহৃত রেখেছেন। সচেতন মহলের মতে , সাধারণ মানুষ মাস্ক ব্যবহারের সুফলের বিষয়টা হয়তো এখনও বুঝতে পারছে না। এ রোগ থেকে বাঁচতে নিজেদেরকে আরও সচেতন হতে হবে।
Leave a Reply