বরিশাল লঞ্চ ঘাটে মাস্ক এবং সচেতনতা মূলক ফেস্টুন বিতরণ করেন জেলা প্রশাসক।
আজ ১৯ অক্টোবর সোমবার সকাল ১১ টার দিকে নগরীর লঞ্চ ঘাট জেলা স্কাউট ও স্কাউট লিডারদের পক্ষ থেকে লঞ্চ ঘাটে আগত যাত্রীদের মাঝে মাস্ক এবং সচেতনতা মূলক ফেস্টুন বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।
এসময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জেলা স্কাউট পাপিয়া জেসমিন, আঞ্চলিক পরিচালক জেলা স্কাউট আক্তারুজামান, তুষার কান্তি এলটি জেলা স্কাউট, মিজানুর রহমান এলটি জেলা স্কাউটসহ অন্যান্য লিডার বৃন্দরা উপস্থিত ছিলেন। জেলা স্কাউট এর পক্ষ থেকে নো মাস্ক নো সার্ভিস সম্বলিত ফেস্টুন এবং সাধারণ সম্পাদক জেলা স্কাউট পাপিয়া জেসমিন এর উদ্যোগে ৫ হাজার মাস্ক সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়। পাশাপাশি জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান এর কাছে বিতরণের জন্য ৫ হাজার মাস্ক ও ৫০ টি ফেস্টুন হস্তান্তর করেন স্কাউট লিডার বৃন্দরা। অনুষ্ঠানে লঞ্চ ঘাট এলাকায় জেলা প্রশাসক মাস্ক ছাড়া আগত যাত্রীদের মুখে মাস্ক পরিয়ে দেন।
Leave a Reply