বরিশাল নগরীর জলমগ্ন সড়কে মাছ শিকার
মোঃ শহিদুল ইসলাম:: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণে বরিশাল নগরীর প্রানকেন্দ্র ও নিম্নাঞ্চল সহ তলিয়ে গেছে গোটা বরিশাল।এতে বিভিন্ন এলাকার সড়ক এবং অলি-গলিতে পানি থৈথৈ করছে। বৃষ্টির পানিতে ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা বাড়ির ভেতরেও পানি ঢুকে গেছে ।
এতে জনভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সেই সাথে পানি কোথাও কোথাও হাঁটু থেকে কোমর সমান উচ্চতায় গিয়ে পৌঁছেছে। জলাবদ্ধতার কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবন-যাপন ব্যাহত হলেও কেউ কেউ সড়কে জমে থাকা পানিতে মাছও শিকার করেছেন। নিজ নিজ এলাকার শিশুরাও মেতে ওঠেছিল আনন্দে। শুক্রবার বিকালে বিভিন্ন এলাকায় গিয়ে এই চিত্র দেখা গেছে। সারাদিনই বলতে গেলে এমন দৃশ্য চোখে পড়ে। নবগ্রাম সড়কে জাল দিয়ে মাছ ধরতে দেখা গেছে কয়েক ব্যক্তিকে। এছাড়াও নগরীর বিভিন্ন অলিগলিতে পানিতে মাছ শিকার করতে দেখা যায় অনেককে। অনেকেই জানান, গত বছরের ন্যায় এবারও মাছ ধরেছি।মাছ ধরার আনন্দ আলেদা । নিচু এলাকার অনেক সড়কেই হাঁটু পর্যন্ত পানি রয়েছে। বাড়তি এ পানির কারণে আশপাশের পুকুরের মাছ ভেসে সড়কে চলে এসছে। তাই এলাকার মানুষ সড়কেই মাছ শিকারে নেমে পড়েছেন। তারা রুই, কাতলা,কই, তেকাপিয়া সহ বিভিন্ন জাতের মাছ শিকার করছেন। বটতলা এলাকার একাধিক মাছ শিকারী জানান,আজ সড়কের অনেক পানি নেমে যাওয়ায় মাছ জালে ধরা পড়ছে।আজরাতে অনেকে মাছ শিকার করবেন বলে জানান তারা।এদিকে, আবহাওয়া অফিস জানিয়েছেন,বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে আরও দুই একদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এমন আভাস দিয়েছেন তারা।
Leave a Reply