যিকির সম্পর্কিয় হাদিসের বর্ননা-৬
হুযুর (সাঃ) এরশাদ ফরমাইয়াছেন, যদি কোন ব্যক্তির নিকট অনেক টাকা-পয়সা থাকে এবং সে এইগুলিকে দান করিতে থাকে এবং দ্বিতীয় ব্যক্তি আল্লাহ্র যিকিরে মশগুল থাকে তবে যিকিরকারী ব্যক্তি উত্তম হইবে। (দুররে মানসূরঃ তাবারানী)
ফায়দাঃ আল্লাহ্র রাস্তায় খরচ করা যত বড় জিনিসই হউক না কেন আলালহর যিকির উহার চাইতেও উত্তম। সুতরাং কত সৌভাগ্যবান ঐ সমস্ত মালদার যাহারা আল্লাহ্র রাস্তায় খরচ করার সাথে সাথে আল্লাহ্র যিকির করারও তওফীক পাইয়া যায়। এক হাদীসে আছে, আল্লাহ তায়ালার পক্ষ হইতেও বান্দার উপর প্রতিদিন ছদকা হইতে থাকে। প্রত্যেক ব্যক্তিকেই তাহার অনুসারে কিছু না কিছু দেওয়া হইয়া থাকে। কিন্তু যিকিরের তাওফীক পাওয়া এত বড় নেয়ামত যে, ইহা হইতে বড় নেয়ামত আর হইতে পারে না। যে সমস্ত লোক ব্যবসা-বানিজ্য, চাকরী-বাকরী, চাষাবাদ ইত্যাদি কাজে ব্যস্ত থাকে তাহারা যদি সামান্য সময় আল্লাহ্র যিকিরের জন্য বাহির করিয়া লয়, তবে ইহা বিনা পরিশ্রমে অনেক বড় কামাই হইবে।দিবা রাত্র চব্বিশ ঘন্টা হইতে দুই চার ঘন্টা সময় আল্লাহ্র যিকিরের জন্য বাহির করিয়া লওয়া এমনকি কঠিন ব্যাপার। অথচ অনর্থক কথাবার্তা ও কাজকর্মে অনেক সময় খরচ হইয়া যায়। আল্লাহ্র যিকিরের মত একটি উপকারী কাজের জন্য সময় বাহির করা কি আর মুশকিল হইবে।
সূত্র:- ফাজায়লে যিকির।
Leave a Reply