পুনাক বিএমপি’র পক্ষ থেকে বিএমপি’র ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
আজকাল ডেস্ক।। আজ ২৬ অক্টোবর বরিশাল অফিসার্স মেসে পুনাক বিএমপি’র পক্ষ থেকে বিএমপি’র ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
কেক কাটা ও ফুলেল শুভেচ্ছা ও শুভকামনা বিনিময়ের মধ্যে দিয়ে বিএমপি পুনাক সভানেত্রী আফরোজা পারভীন ( সহধর্মিণী বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার) অনুষ্ঠানের শুভ সূচনা করেন।
এ-সময় উপস্থিত ছিলেন,পুনাক বিএমপি দপ্তর সম্পাদিকা প্রকৌশলী নিশাত নাজ সিদ্দিক (সহধর্মিণী উপ-পুলিশ কমিশনার সদর-দপ্তর বিএমপি আবু রায়হান মুহাম্মদ সালেহ), পুনাক বিএমপি সাধারণ সম্পাদিকা দিলরুবা আলম (সহধর্মিণী উপ পুলিশ কমিশনার বিএমপি উত্তর মোঃ খাইরুল আলম।)। বরিশাল মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ।
Leave a Reply