ডাকলে তাকাচ্ছেন, দ্বিতীয় দফার ডায়ালাইসিস শুরু হবে সৌমিত্রের
আজকাল বিডি অনলাইন ডেস্ক।। কয়েকবার ডাকাডাকিতে চোখ খুলে তাকিয়েছেন দু-একবার। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলভিউ হাসপাতালের পক্ষ থেকে মেডিক্যাল বুলেটিনে একথা জানানো হয়েছে।
তবে বিগত দিনগুলোর তুলনায় শারীরিক পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলা গেলেও পুরোপুরি সংকটমুক্ত নন প্রবীন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়।
অভিনেতা এখনও ভেন্টিলেশনেই রয়েছেন। মোট তিনদফায় ডায়ালাইসিস করা হবে সৌমিত্র চট্টোপাধ্যায়কে।
তন্দ্রাচ্ছন্নভাব থাকলেও ধীরে ধীরে চোখ খোলার চেষ্টা করছেন তিনি।
রক্তচাপ আপাতত নিয়ন্ত্রিত। ইতোমধ্যেই সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রথম দফার ডায়ালাইসিস হয়ে গিয়েছে।
মেডিক্যাল বুলেটিনে বলা হয়েছে, এদিন বিকেলে ফের দ্বিতীয় দফার ডায়ালাইসিসের সিদ্ধান্ত নিয়েছে ডাক্তার অরিন্দম কর পরিচালিত মেডিক্যাল টিম।
ডা. অরিন্দম কর জানিয়েছেন, গত চারদিনের মধ্যে এই দিনই একটু স্ট্যাবল রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। কোনওরকম সাপোর্ট ছাড়াই তাঁর রক্তচাপ স্বাভাবিক রয়েছে।
প্রসঙ্গত, করোনামুক্ত হলেও করোনা পড়ে শারীরিক দুর্বলতা এবং বার্ধক্যজনিত কারণে শারীরিক উন্নতিতে বাধাপ্রাপ্ত হচ্ছে বলে চিকিৎসকদের মত। গত ৬ অক্টোবর করোনা শনাক্ত হয়ে দক্ষিণ কলকাতার বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৮৫ বছরের এই অভিনেতা। তবে করোনাকে হারিয়ে মধ্যবর্তী সময়ে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হলেও গত কয়েকদিনে আবারও অভিনেতার শারীরিক অবস্থার অবনতি হয়েছে।
Leave a Reply