বরিশালে সাপ্তাহিক ছুটির দিনে বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড়
মোঃ শহিদুল ইসলাম::আজ ছিল সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বরিশাল বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড়ে মুখর হয়ে উঠেছিলো।করোনার ভয়কে উপেক্ষা করে দুপুরের পরই পরিবার,বন্ধু বান্ধাব,স্বজনদের নিয়ে ভিড় করছেন অসংখ্য মানুষ।এমন মুহুর্তগুলো ক্যামেরার ফ্রেমবন্দি করতে ব্যস্ত ছিল তারা।অধিকাংস লোক মাস্ক ব্যবহার থেকে দুরে ছিলো।আজ ৬ নভেম্বর শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকার কারণে বঙ্গবন্ধু উদ্যান, মুক্তিযোদ্ধা পার্ক,ত্রিশগোডাউন,শিশু পার্ক,দুর্গাসাগর, আবদুর রব সেরনিয়াবাত ব্রিজ সহ গুঠিয়া বরিশাল বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় দেখা গেছে। সবচেয়ে বেশি ভিড় লক্ষ করা গেছে নগরীর কীর্তনখোলা তীর বর্তী ত্রিশ গোডাউন এলাকায়। মুক্ত হাওয়া ছোঁয়া নিতে নগরের ব্যস্ত মানুষরা পরিবার-পরিজন নিয়ে এসেছেন। অনেকেই সময়টিকে ক্যামেরাবন্দি করতে ভুলছেন না। তবে করোনা আতঙ্কের কথা যেন ভুলেই গেছে অনেকে। ঘুরতে আসা হাবিব নামের এক তরুণ বলেন, অনেকদিন পর বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে বেশ ভালো লাগছে। অনেকক্ষণ মাস্ক পড়ে থাকায় গরম লাগায় খুলে রেখেছি। আর ছবি তোলার জন্যও মাস্ক খুলে রেখেছি। তবে প্রায় সময়ই আমরা মাস্ক ব্যবহার করছি, সচেতন হয়েই চলছি।
Leave a Reply