করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আজ মারা গেলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মামুন রহমান (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। গত ১২ নভেম্বর থেকে তিনি লন্ডনের সেন্ট গ্রেগরি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
মামুনের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ভাই গণসাহায্য সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাহমুদ হাসান। তিনি বাংলাদেশ প্রতিদিনকে জানান, লন্ডনে তাকে দাফন করা হবে। ড. মামুন একজন চার্টার্ড একাউন্টেন্ট ছিলেন। খুলনার ফুলতলা উপজেলার জামিরা ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে ২০০৮ থেকে ২০১৩ পর্যন্ত দায়িত্ব পালন করেছেন।
মাহমুদ হাসান আরও বলেন, তিনি লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত উপদেষ্টা ছিলেন। উল্লেখ্য, ড. মামুন রহমান ‘সাপোর্ট লাইফ’ নামে একটি সংগঠনের চেয়ারম্যান ছিলেন।
সূত্রঃ বিডি-প্রতিদিন
Leave a Reply