সৈয়দ আবদুল আউয়াল শামীম ও আজিজুস সামাদ আজাদ ডনকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
সোমবার (৭ ডিসেম্বর) তাদের হাতে এই সংক্রান্ত চিঠি হস্তান্তর করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের।
চিঠিতে বলা হয়, আওয়ামী লীগের ২১তম সম্মেলনে কাউন্সিলরদের প্রদত্ত ক্ষমতাবলে দলীয় সভাপতি শেখ হাসিনা আপনাকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য হিসাবে মনোনীত করেছেন।
সৈয়দ আবদুল আউয়াল শামীম ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। এছাড়াও তিনি দীর্ঘদিন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ের কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন।
আজিজুস সামাদ আজাদ ডন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত আবদুস সামাদ আজাদের ছেলে।
আওয়ামী লীগের ৮১ সদস্যের কার্যনির্বাহী কমিটির এখনও তিন পদ ফাঁকা রয়েছে। এর মধ্যে সভাপতিমণ্ডলির সদস্যের দুটি ও কার্যনির্বাহী কমিটির একটি পদ।
Leave a Reply