নিজস্ব প্রতিবেদক।। বরিশাল নগরীর ১৭ নং ওয়ার্ডে গত (২৫ ডিসেম্বর) শুক্রবার বিকালে এ্যাড. ইউসুফ হোসেন হুমায়ন’র অর্থায়নে মরহুমা রত্নগর্ভা শামসুন্নাহার বেগম এর স্মরণে শীতার্ত ১৫০ জন পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য ও ১৭ নং ওয়ার্ড ছাত্রলীগের আহবায়ক আদনান হোসেন অনি নেতৃত্বে এ কর্মসূচীতে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সৈয়দ মাসুদ করিম, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাঈদ মাহামুদ, বরিশাল জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কমল দাস শুভ, শ্রমিক লীগের নেতা সোহান প্রমূখ।
আদনান হোসেন অনি বলেন, এবারের শীতে আমরা কম্বল বিতরণ কর্মসূচি হাতে নিয়েছি। এটা আমাদের প্রথম উদ্যোগ নয়। এর আগে করোনা ভাইরাস সংক্রমণ রোধে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেছি। সামনের সময়গুলোতে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের দরিদ্রদের বিতরণ করবো।
Leave a Reply