ই.এইচ সুজন ।। নলছিটি পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ এর পক্ষে চূড়ান্ত মনোনায়ন পেলেন -বীরমুক্তিযোদ্ধা আঃ ওয়াহেদ কবির খান।
সকল জল্পনা- কল্পনা ও আশা-আকাঙ্ক্ষার অবসান ঘটিয়ে পরিছন্ন ও কর্মীবান্ধব ত্যাগী প্রবীন রাজনীতিবিদ সাবেক উপজেলা আওয়ামীলীগ সভাপতি, জেলা আওয়াকমী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আঃ ওয়াহেদ কবির খানকে ‘নৌকার কর্ণধার’ হিসেবে দলীয় মনোনয়ন চূড়ান্ত ঘোষণা হয়।
আজ শনিবার (২৬ ডিসেম্বর) সন্ধার পরে বাংলাদেশ আওয়ামী লীগ এর কেন্দ্রীয়ভাবে এ বার্তা আসার সাথে সাথে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। জনাব আঃ ওয়াহেদ কবির খান এর আগে কয়েকবারে কাউন্সিলর হিসেবে বেশ সুনামের সাথে দায়িত্ব পালন করেন এবং তিনি একজন সাদা মনের মানুষ হিসেবে সর্বজনস্বীকৃত ব্যক্তি।
আওয়ামী লীগের এককপ্রার্থী ঘোষণা করায় দলীয় নেতাকর্মীরা একটি আনন্দ মিছিল বের করেন যার নেতৃত্বে ছিলেন আঃ ওয়াহেদ কবির খান। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষন শেষে পুরাতন পোস্ট অফিস রোডে এসে শেষ করা হয়।
Leave a Reply